নিউজ ডেস্ক - ফের সিগন্যাল বিভ্রাটের জেরে ট্রেন পরিষেবা ব্যাহত উত্তরবঙ্গের। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ কালিয়াগঞ্জ স্টেশনে ১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস ঢোকে। তার পর স্টেশন ছেড়ে যাওয়ার সময়ে স্টেশনের মুখে সবুজ সিগন্যাল দেখে চালক ট্রেন চালানো শুরু করেছিলেন। আর তারইমধ্যে সবুজ সিগন্যাল হঠাৎ লাল হয়ে যায়। ফলে তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন চালক। ট্রেনের গতি কম থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে।
সিগন্যাল বিভ্রাটের জন্য এই দিন কালিয়াগঞ্জ রেল স্টেশন সংলগ্ন সুকান্ত মোড়ের রেল গেটের উপর এক ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে পড়ে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। ফলে ওই লাইনে অন্যান্য ট্রেন চলাচল ব্যাহত হয়।এরপর কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে পড়ে রাধিকাপুর-শিলিগুড়ি প্যাসেঞ্জার। পরে ম্যানুয়াল সিগন্যালের সাহায্যে ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
রেল সূত্রের খবরে জানা যাচ্ছে, সিগন্যাল সমস্যা নজরে আসার সঙ্গে সঙ্গেই কাটিহার ডিভিশনে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে রেল ইঞ্জিনিয়ারেরা পৌঁছে ওই সিগন্যাল মেরামতির কাজ শুরু করেন তাঁরা। সিগন্যাল বিভ্রাটের কারণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।