নিউজ ডেস্ক - বুধবার রাত্রিবেলা হুগলির চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে একটা কৌটোকে ঘিরে তুমুল হইচই। প্রতিদিনের মতো অনেক লোকজন হাওয়া খেতে এসেছেন অথবা চা খেতে এসেছিলেন। সেইসময়ে ঘাটের পাশে একটি জলের কলের সামনে সাদা রঙের ক্যান পড়ে থাকতে দেখেন। এরপর গঙ্গার ঘাটে ঘুরতে আসা শহরের নাগরিক চুঁচুড়া থানায় ফোন করে খবর দিলে চুঁচুড়া থানার পুলিশ যায় ঘটনাস্থলে এসে বম্ব স্কোয়াডে খবর দেন। তারপর তারা পরীক্ষা করে কৌটো খুলে দেখেন তার মধ্যে রয়েছে গঙ্গাজল। যা কেউ হয়ত ভুলে ফেলে রেখে গিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শঙ্খ শুভ্র ঘোষ বলেন,"অন্নপূর্ণা ঘাটে সন্ধ্যার পর অনেকেই ঘুরতে আসেন। একটু বিশ্রাম নেন চা খান। ঘাটের পাশেই এডিএম এর বাংলো রয়েছে। তার সামনেই এই ধরনের ক্যান পড়ে থাকায় স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়ায়। আমরাই পুলিশে খবর দিই। পুলিশ এসে জানায় গঙ্গাজল কেউ রেখে গিয়েছেন।"