নিউজ ডেস্ক - হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ফলে ভারতের সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা। তাই এই পরিস্থিতিতে বিএসএফের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ।
অমিত শাহ বলছেন যে, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বাংলাদেশ সীমান্তে নজর রাখার জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ কমিটি তৈরি করেছে। যা বাংলাদেশের প্রশাসনের সঙ্গে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে যোগাযোগ রাখা হবে।
এই কমিটির নেতৃত্বে থাকছেন বিএসএফের (BSF) ইস্টার্ন কমান্ডের এডিজি। এরসাথে কমিটিতে রয়েছেন বিএসএফ-এর ইস্টার্ন কমান্ডের এডিজি, সাউথ বেঙ্গ ফ্রন্টিয়ারের আইজি, ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি, ল্যান্ড অ্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (LPAI)-এর সেক্রেটারি ও এক সদস্য। উল্লেখযোগ্য বিষয় , সংসদে সে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে শুভেচ্ছা দিয়ে লিখেছেন, “দ্রুত সে দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে।”