INDIAN RAILWAY : সম্প্রীতি ভাইরাল হওয়া লোকাল ট্রেন ও বান্দেভারতের ভিডিও কে বিভ্রান্তিকর বলে জানালো রেল


নিউজ ডেস্ক : বারবার রেল দুর্ঘটনার খবরের মাঝে আবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে অত্যাধুনিক মেশিনারি সম্পূর্ণ ভারতের গতি সম্পন্ন ট্রেন বন্ধে ভারত এক্সপ্রেস আর লোকাল ট্রেন একই লাইনে সামনাসামনি চলে আসে।, যদিও অল্পের জন্য কোনরকম দুর্ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে, জানা যাচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইনের উপরেই শিবাইচন্ডী স্টেশনের কাছেই এই ঘটনা ঘটে, যদিও এই ঘটনার বা এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি, এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও, যদিও পরপর রেল দুর্ঘটনা ঘটতে থাকায় রেলে যাত্রা করা যাত্রীরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন,  অনেক মানুষের মুখে প্রশ্ন রয়েছে একি মোদির বন্ধে ভারত নাকি এখন কান্দে ভারত।

তবে এই বিষয় রেল জানায় যে এমন ভিডিও সম্পূর্ণ ফেক। তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে লেখে  - 

"এই ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ৩৬০৭১ হাওড়া -গুড়াপ লোকালকে সকাল ০৬. ২০ মিনিটে ছেরাগ্রাম স্টেশনের কাছে দেখা যায়। এবং তার সাথে সাথে বন্দে ভারতকেও একই ট্র্যাকে দেখা যায় কিন্তু ট্রেনটি তার সিগন্যাল মেনেই যাচ্ছিলো। এটি অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা। আর এই সিগনাল মেনে একই ট্র্যাক এ দুটি ট্রেন থাকা অস্বাভাবিক নয়। রেলের কাজ সম্পূর্ণ নিরাপদ ভাবেই হচ্ছে। এই ধরনের ভিডিও মানুষকে বিরক্ত ও বিভ্রান্ত করে।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন