IPL : আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের সাথে আসতে পারে নতুন নিয়ম , কমতে পারে বোলারদের ক্ষমতা

নিউজ ডেস্ক - বিসিসিআই আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে দ্বন্দ্বের মধ্যে রয়েছে , আর তাঁরই মধ্যেই এক ওভারে দু’টি বাউন্সার দেওয়ার নিয়ম নিয়ে আলোচনা তুঙ্গে। এই দু’টি নিয়ম আগামী দিনে আইপিএলে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে কি না তা নিয়ে আলোচনা চলছে। তবে,এই নিয়ম উঠে গেলে আরও কমবে বোলারদের ক্ষমতা। তবে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

গত বছরের আইপিএলে এই নিয়ম চালু হওয়ার পর থেকেই স্বাগত জানিয়েছিলেন বোলারেরা। ব্যাটার এবং বোলারদের মধ্যে সমতা আসবে বলে মনে করেছিলেন তাঁরা।  বোর্ডের এক কর্তা বলেছেন, “আমরা জানি যে ইমপ্যাক্ট প্লেয়ার এবং দুই বাউন্সার নিয়ম নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

তবে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। সম্প্রতি শহরে এসে লখনউয়ের নতুন মেন্টর জাহির খান বলেন, “ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে বেশ কিছু ভারতীয় ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে। আমার মনে হয় এটা ভাল দিক। আর অলরাউন্ডারের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে বলে আমার মনে হয় না। ভাল অলরাউন্ডার হলে সে সুযোগ পাবেই। কেউ যদি অর্ধেক অলরাউন্ডার হয়, তা হলে তার পক্ষে দলে সুযোগ পাওয়া মুশকিল হবেই।”

একই সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন সমর্থন জানিয়ে বলেছিলেন, “ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম খুব একটা খারাপ নয়। এতে কৌশলগত দিক থেকে সাহায্য মেলে। অনেকেই বলেন যে অলরাউন্ডার উঠে আসছে না। কিন্তু ওদের উঠে আসতে কে বারণ করেছে? এই প্রজন্মের ক্রিকেটারেরা অলরাউন্ড দক্ষতায় বিশ্বাসী নয়। এমন নয় যে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে ওরা উঠে আসছে না। এক বার বেঙ্কটেশ আয়ারকে দেখুন। ল্যাঙ্কাশায়ারে গিয়ে কত ভাল খেলছে। যে কোনও খেলাতেই নতুনত্ব নিয়ে আসার জায়গা রয়েছে। এতে খেলাটারই মঙ্গল হয়।”


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন