নিজস্ব সংবাদ দাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্তব্ধ গোটা ভারতবর্ষ। এবার দেশজুড়ে কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ।
এপ্রসঙ্গে ডক্টর রুপা ব্যানার্জি বলেন," আমরা সমস্ত নাগরিকবৃন্দকে যারা শুভ চিন্তা সবাইকে অনুরোধ করছি যাতে এই মিছিলে আমাদের সাথে যোগদান করেন এবং আমাদের এই যে উদ্দেশ্যটা সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।এই প্রসঙ্গতেই সারা ভারত বর্ষ উত্তাল। শুধুমাত্র ডাক্তাররাই নয়। প্যারামেডিকেল এর সাথে যারা জড়িত , নার্স রাও যেমন আছে , তেমনি সাধারণ নাগরিকরাও যেন এগিয়ে আসে। সবাই মিলে যদি আমরা প্রতিবাদ করি এই ধরনের নৃশংস ঘটনা এর পরে হয়তো ভবিষ্যতে কমানো যেতে পারে। থেমে যাবে এ কথা আশা করা যায় না। কারণ সোসিও পলিটিকাল এনভায়রনমেন্ট চারিদিকে যেমন রয়েছে এরকম ঘটনা এরপরেও হয়তো ঘটবে। কিন্তু সবাই যদি একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা করা যায়। তাহলে নিশ্চয়ই এই ঘটনাকে কমানো যাবে। এটাই আমাদের আশা"।
ডক্টর অরুনাভ চক্রবর্তী বলেন,"আমরা কেন একত্রিত হয়েছি ,সেটা আপনারা জানেন, গত ৯ তারিখে আর জি করের মধ্যে যে হত্যাকান্ড হয়েছে ,তিনি হলেন একজন মহিলা ডাক্তার! আমরা তার নাম দিয়েছি 'অভয়া'।তিনি মারা গেছেন এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার ওপর পাশবিক অত্যাচার করা হয়েছে। সেটারই পরিপ্রেক্ষিতে আজকে গোটা পশ্চিমবঙ্গ সহ সারা ভারত বর্ষ উত্তাল। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যৌথ মঞ্চ ডাক্তারি অ্যাসোসিয়েশ, এসোসিয়েশনের পক্ষ থেকে ডানকুনি এবং চন্ডীতলা আমাদের যে ব্রাঞ্চ আই এম এ , ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তার সেক্রেটারি - ডক্টর কল্যান কুমার পালিত এবং বিশিষ্ট চিকিৎসকরা এখানে রয়েছেন, তপন ব্যানার্জি, রূপা ব্যানার্জি ,ঝুলন কাঞ্জিলাল চ্যাটার্জি ,অয়ন চ্যাটার্জী চিত্তরঞ্জন তা ,পার্থ ঘোষ সহ সমস্ত চিকিৎসকরা মিলিত হয়েছি। গত ১৩ তারিখ পেন ডাউন কর্মসূচি করেছি এবং আজকে একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আজকেই চিকিৎসা ধর্মঘট তথ্য লোপাটের জন্য সিবিআই তদলের ডাক দেওয়া হয়েছে। তা সত্তেও গতকাল আমরা দেখেছি যে আর জি করের নৃশংস হত্যাকাণ্ড। ঠিক সেখান থেকেই তথ্য লোপাট করার প্রচেষ্টা চালানো হয়েছে। আমরা তার তীব্র ধিক্কার জানাই। এর সঙ্গে আমরা চাই একটা স্বচ্ছ প্রশাসন যেন তদন্ত করে এবং যতদূর যত , তাড়াতাড়ি সম্ভব দোষীরা যেন শাস্তি পায়। আমরা জানি না একজন দোষী নাকি একাধিক জন দোষী এখানে ইনভল্ব সুতরাং আমরা এটাও চাই এর সঙ্গে আজ বিকেল ৪টে থেকে কালিপুর থেকে হাউসিং মোর পর্যন্ত আমরা একটি মৌন মিছিলের আয়োজন করেছি। এলাকার ডাক্তাররা মিলে এবং এর সাথে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন সুধী নাগরিকবৃন্দ এই সমাজকেও আমরা আমাদের সঙ্গে পামেলাতে আহ্বান জানিয়েছি। কারণ এটা শুধু ডাক্তারের সমস্যা নয় আগামী দিনের মহিলাদের সুরক্ষার সমস্যা সুতরাং সবদিক মাথায় রেখে আমরা সুন্দর পশ্চিমবঙ্গের সকলে একসঙ্গে চলতে চাই।"