নিউজ ডেস্ক - গত ২২ জুন দুপুর ২ টোর সময়ে সিঙ্গুরের মাছ বাজারের রাস্তায় থাকা তিনটি কুকুর ছানাকে পিষে দিল মহিন্দ্র এক্সিউভি গাড়ি। আর সেই নিয়ে হাইকোর্টে মামলা করল এক ব্যবসায়ী। মামলাকারী ব্যবসায়ীর দাবি,রাস্তায় পর্যাপ্ত জায়গা থেকে সত্ত্বেও ওই গাড়ির চালক ইচ্ছা করে ওই কুকুরছানা গুলিকে পিষে দেয়।এরপর তারা ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে ব্যর্থ হন।
এরপর ওই মামালাকারী সিঙ্গুরের থানায় অভিযোগ দায় করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করেন পুলিশরা ।শেষে স্থানীয়দের চাপে এসে অভিযোগ দায় করতে বাধ্য হন পুলিশ।কিন্তু ঘটনার পর ২ মাস কেটে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে না বলে অভিযোগ।যার জেরে স্থানীয়রা বিক্ষোভ দেখালে রূপেশ শাহ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।কিন্তু অভিযোগ গ্রেফতারের দিনই তিনি ছাড়া পেয়ে যান।ফলে বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা হয়।বিচারপতি শুনানির পর তলব জানান।
Tags
hooghly