নিউজ ডেস্ক : শুক্রবার বন্ধের ডাক দেওয়া হলেও সব কিছু স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। ঠিক একই ভাবে কলকাতা মেট্রো পরিষেবাও স্বাভাবিক ভাবেই চলবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য কর্মদিবসে যেমন মেট্রো চালানো হয়, সেই সূচি মেনেই শুক্রবার পরিষেবা চালু রাখা হবে।
একনজরে দেখে নিন আজকের মেট্রো পরিষেবা :
ব্লু লাইনে প্রথম মেট্রো -
দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫০ মিনিট।
দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা।
ব্লু লাইনের শেষ মেট্রো -
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট।
দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট।
কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট।
প্রসঙ্গত উল্লেখ্য যে, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার জেরে শুক্রবার সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে এস ইউ সি আই। যদিও প্রতিবারের মতো এবারও নবান্নের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বনধের দিন জনজীবন পুরোপুরি স্বাভাবিক রাখা হবে।