নিউজ ডেস্ক - হাওড়া থেকে সল্টলেক সেক্টর-ফাইভ পর্যন্ত যে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ার কথা তা কবে চালু হবে সেই নিয়ে জানা ছিল না কোনো উত্তর। ।অবশেষে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড -এর নতুন ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল জানালেন, আগামী বছরের মার্চ মাসেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-ফাইভ পর্যন্ত চলতে পারে এই মেট্রো। কিন্তু এই অংশে মেট্রো চলার কথা থাকলেও বাধা সৃষ্টি হয়েছিল বউবাজারে।যেখানে সুড়ঙ্গে তিনবার ধস নামে। ফলে ভাগে ভাগে চালু হয় চলাচল। প্রথমে সল্টলেক সেক্টর-ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত এবং পরে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ পুরোপুরি শেষ হয়নি। তবে,অতি দ্রুত সেই কাজ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন অনুজ।
তিনি জানিয়েছেন যে, বউবাজার এলাকায় শেষ ক্রস প্যাসেজটি তৈরির কাজ শেষ হয়ে গেছে। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের এক সুড়ঙ্গ থেকে অন্য সুড়ঙ্গ দিয়ে বের করার জন্যই রেক চলার জোড়া সুড়ঙ্গের মধ্যে নির্দিষ্ট দূরত্ব অন্তর একটি করে প্যাসেজ তৈরি করা হয়েছে। বউবাজার এলাকায় মাটির বুনোটের জেরে সেটি তৈরি করা ঝুঁকিপূর্ণ ছিল। শেষ পর্যন্ত অত্যন্ত ধীরগতিতে কাজ করে প্যাসেজ তৈরি করা হয়েছে।তাই মার্চে নিরবচ্ছিন্ন পরিষেবার ব্যাপারে অনুজ এতখানি আত্মবিশ্বাসী বলে মনে করছেন অনেক মানুষ।