KOLKATA : আরজি কর সংলগ্ন এলাকার ভিড় এড়াতে নতুন বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের

নিউজ ডেস্ক - আরজি কর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে পথে নেমেছে গোটা দেশ। এর সাথে সাথে পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়া থেকে শুরু করে আইনজীবী, নাট্য ব্যক্তিত্ব , যৌনকর্মীরাও পথে এছাড়া রাজনৈতিক দল সকলেই পথে নেমেছেন। এবার কলকাতা পুলিশ এই বিষয় বড় সিদ্ধান্ত নিল। ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত আরজি কর সংলগ্ন কোনও জায়গায় পাঁচজনের বেশি থাকা যাবে না।

প্রসঙ্গ অনুযায়ী, গত ১৪ই অগস্ট রাত্রিবেলা রাত দখলের দাবিতে গোটা রাজ্যের মহিলারা পথে নামেন। এরপর আবার দ্বিতীয় দফার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। মহিলারা সিদ্ধান্ত নিয়েছেন যে ফের রাত্রিবেলা রাতের দখল নিতে পথে নামবেন তারা। এই পরিস্থিতিতে আন্দোলন এড়াতেই কি পুলিশ এই রকম সিদ্ধান্ত নিলো ? উঠছে একাধিক প্রশ্ন।

কলকাতা পুলিশ কমিশনার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করেছেন যে, ১৮ থেকে ২৪ পর্যন্ত তারিখ পর্যন্ত আরজি কর সংলগ্ন বেশ কিছু স্থানে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না । বেলগাছিয়া রোড, জেকে মিত্র ক্রসিং রোড ,শ্যামপুকুর পাঁচ মাথার মোড়, বেলগাছিয়া মোড়ের নর্থান পেভমেন্ট থেকে শ্যামবাজার ৫ মাথার মোড়ের জে কে মিত্র রোড পর্যন্ত পাঁচজনের বেশি ভিড় করা যাবে না। এর সাথে আর জারি করা হল যে লাঠি বা কোনও অস্ত্র নিয়ে জমায়েত বা মিছিল করা যাবে না। এই বিজ্ঞপ্তিতে আরও জারি করা হয়েছে যে, শান্তি বিঘ্নিত হয় এমন কিছু করা যাবে না ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন