নিউজ ডেস্ক - সোমবার রাজারহাটে খুন হয়ে গেলেন বেসরকারি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ম্যানেজার। কুপিয়ে খুন করা হয়েছে প্রসূণ বিশ্বাস নামে ওই কর্মীকে। এইদিন বিকেল সাড়ে চারটে নাগাদ প্রসূণবাবু বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন। সেই সুযোগে আর দুষ্কৃতী দল ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তখনই চিৎকার করতে করতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন তাকে জখম অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। খবর পাওয়ার পর বিধাননগর কমিশনের পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এখনও ঘটনায় পুলিশ মহাম্মদ কবীর নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করেছেন।
ধৃতের দাবি, “ওই ব্যাংক কর্মী গালাগাল করছিল। সেজন্য মেরেছি। ১ হাজার ১৬০ টাকা দিতে গিয়েছিলাম। এক সপ্তাহ কিস্তি মিস করেছি। সেজন্য গালাগাল করছিল।” হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, "ওই ব্যক্তিকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা প্রাথমিক চিকিৎসার পরই বুঝতে পারি উনি মৃত।"