নিউজ ডেস্ক - বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে কাজে বেরিয়ে বিপাকের মুখে পড়তে হল বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেনযাত্রীদের। সকাল থেকেই শিয়ালদহ ডিভিশনের এই শাখায় ব্যাহত রয়েছে ট্রেন পরিষেবা। জানা যাচ্ছে , বনগাঁ স্টেশন থেকে সকাল সাড়ে ৭টার পর থেকে আর কোনও ট্রেন শিয়ালদহের উদ্দেশে রওনা দেয়নি। রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার জন্য এমনটা হচ্ছে । দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তারা।
সাড়ে ৭টার পর ডাউন লাইনে কোনও লোকাল ট্রেন না যাওয়ায় কলকাতায় কাজের প্রয়োজনে বেরোনো যাত্রীদের চরম বিপাকের মুখে পড়তে হয়েছে। এক জন যাত্রী বলেন, “সকাল ১০টা অফিস ঢুকতে হবে। ট্রেনে বসেই ৯টা বেজে গেল। জানি না সময়ে গন্তব্যে পৌঁছতে পারব কি না।” ট্রেনের নিত্যযাত্রী তন্ময় ঘোষ বলেন, “সাড়ে ৭টার পর কোনও ট্রেন নেই। বনগাঁতেই দাঁড়িয়ে আছি। রেলের তরফে শুধু জানানো হয়েছে, সিগন্যালিংয়ের সমস্যা। জানি না কখন ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে।”