নিউজ ডেস্ক - রবিবার সকালে শিয়ালদহ-বারুইপুর শাখায় তৈরি হওয়া চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক লোকাল বাতিল করল রেল। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞাপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে । রেল বলছে, ট্রেন চলাচলের ক্ষেত্রে সবথেকে বেশি সমস্যা হয়েছে সুভাষগ্রাম, সোনাপুর-বারুইপুর শাখা, শিয়ালদহ শাখায়।ফলে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লাইনে আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে যায় ট্রেন। একইসঙ্গে শিয়ালদহ-ডায়মন্ড হারবার ও শিয়ালদহ-বারুইপুর সেকশনে আপ-ডাউন শাখায় দাঁড়িয়ে যায় ট্রেন।
যেসব ট্রেন বাতিল করেছে রেল সেই গুলি হল-
শিয়ালদহ-বারুইপুর শাখায় ডাউন 34622, 34612, 34614 লোকাল। আপ শাখায় বাতিল হয়েছে 34611, 34613 লোকাল।
শিয়ালদহ-বজবজ শাখায় বাতিল ডাউন 34116 লোকাল, আপ 34115 লোকাল।
শিয়ালদহ-সোনাপুর শাখায় ডাউন 34414 লোকাল।
শিয়ালদহ-ক্যানিং শাখায় বাতিল ডাউন 34512 লোকাল। আপ 34519 লোকাল।
শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখায় ডাউন 34722 লোকাল।