নিউজ ডেস্ক - গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় আপ লাইনের ধারে নামল ভয়াবহ ধস। শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে এই খবর পায় রেল কর্তৃপক্ষ। ফলে এরপর আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। অবশ্য এখন ধীরগতিতে হুল এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
প্রায় ২০ ফুট এলাকা জুড়ে পুকুরের দিকে অনেকগুলি স্লিপার-সহ মাটি ধসে পড়েছে। ফলস্বরূপ ওই এলাকায় একাধিক গাছ পুকুরে নেমে গিয়েছে। খবর পাওয়া মাত্রই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঠিক কী হয়েছে, তা খতিয়ে দেখেন তারা। এছাড়াও ঘটনাস্থলে রয়েছে আরপিএফ-ও। যত তাড়াতাড়ি সম্ভব ধস মেরামতির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আপাতত আপ লাইনে ওই এলাকা দিয়ে ধীরগতিতে যাতায়াত করছে সমস্ত ট্রেন।
Tags
hooghly