METRO: ১৫ আগস্ট মেট্রো চলবে কম সংখ্যায় , জেনে নিন কোন রুটে কত গুলি

 



নিউজ ডেস্ক - আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবস৷ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানা যাচ্ছে, ওই দিন মেট্রো  চলবে কিন্তু সংখ্যায় অনেক কম থাকবে৷ ওই দিন দক্ষিণেশ্বর থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত মোট ১৮৮টি মেট্রো চালানো হবে৷ অর্থাৎ এক-একটি দিকে ৯৪ টি করে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাধারণ দিনে এই রুটে মোট ২৮৮টি মেট্রো চালানো হয়৷ কিন্তু ওই দিন সকাল ৬:৫০এর দিকে গড়িয়া ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চলাচল শুরু হবে এবং শেষ মেট্রো চলবে রাত ৯:৪০ মিনিটে৷ এরসাথে সাধারণ দিনের মতো রাত ১০:৪০ মিনিটে রাতের মেট্রোটি সেদিনও চলবে৷                    

ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও কম থাকবে সেই দিন৷ সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত ১০৬ টির পরিবর্তে ৯০ টি মেট্রো চলাচল করবে৷ হাওড়া ময়দান থেকে-এসপ্ল্যানেডেও  ১৩০টির মধ্যে মাত্র ৯০ টি মেট্রো চালানো হবে৷

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন