MID DAY MEAL - স্কুল থেকে মিড ডে মিলের চাল চুরি তৃণমূল নেতার , স্কুল ঘেরাও করে বিক্ষোভ উত্তেজিত জনতার


নিউজ ডেস্ক -বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের নেগুয়ায় একটি স্কুলে চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক তৃণমূল নেতা। স্থানীয় বাসিন্দারা ওই তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখান। স্থানীয় সূত্রে খবর, ওইদিন বিকেলে নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্ৰুপ ডি কর্মী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা স্কুলের মিড ডে মিলের চাল নিয়ে টোটোতে করে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা  জিজ্ঞাসাবাদ শুরু করলে মানিক বেরা সেখান থেকে পালিয়ে স্কুলের মধ্যে ঢুকে আত্মগোপন করে।

এরপর টোটো চালককে স্থানীয়রা জিজ্ঞাসা করলে সে জানায় ওই চাল চুরি করে দোকানে বিক্রি করার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো। মোট ৮টি বস্তায় প্রায় ৪ কুইন্টাল মিড-ডে-মিলের চাল স্কুল থেকে সরিয়ে বিক্রি করার উদ্দেশ্য তৈরি করেছিলেন ওই তৃণমূল নেতা। ঘটনার কথা জানাজানি হতেই নেগুয়া বাজারে বাসিন্দারা এসে ভিড় জমিয়ে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায়। নেগুয়া পুলিশ ফাঁড়িতে খবর পাঠানো হলে পুলিশ এসে ওই টোটো চালককে আটক করে নিয়ে যায়। এগরা ১ ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী বলেন," বিষয়টি আমরা জেনেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোষী যে কোনও দলের কর্মী হতে পারে। সেটা কোনো বিষয় নয়। যদি অভিযুক্ত তৃণমূলের সাথে যুক্ত হন নিশ্চিতভাবে দল উপযুক্ত ব্যবস্থা নিবে। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে এগরা ১ নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।"

স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি বিমল শিট বলেন, "আগে থেকেই এরকম চুরি হচ্ছিল। আজ সেটা প্রমাণিত হলো। রাতের অন্ধকারে এরকম চাল চুরি হত। এর আগেও আমরা এসআই অফিস ও বিডিও অফিসে জানিয়েছি। কিন্তু প্রামাণের অভাবে কিছু করা যায়নি। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি, দোষীদের চূড়ান্ত শাস্তি দিতে হবে। তা না হলে আগামী কাল থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ নামবে বিজেপি।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন