নিউজ ডেস্ক - গুজরাতের রাজকোটে জ্যোতিবেন গোসাই নামে এক মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তাঁর পুত্র নীলেশ গোসাইকে । একুশ বছর বয়সি ওই অভিযুক্ত যুবক তাঁর মাকে খুন করার পর সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “দুঃখিত মা, তোমাকে খুন করলাম। আমি তোমাকে মিস করব।” এর পরই আরও একটি পোস্টে অভিযুক্ত লেখেন, “আমি নিজের মাকে খুন করেছি। আমার নিজের জীবনকে হারিয়ে ফেলেছি।”
জানা যাচ্ছে, প্রায় কুড়ি বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল ওই মহিলার। তার পর থেকে পুত্র নীলেশকে সঙ্গে করে নিয়ে রাজকোটের ইউনিভার্সিটি রোডের ধারে ভগৎ সিং উদ্যানে বসবাস করছিলেন। তাদেরই এক প্রতিবেশী থানায় ফোন করে সম্পূর্ণ ঘটনার কথা জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, যে সময় পুলিশকর্মীরা ওই বাড়িতে যান , সেই সময়ে মায়ের দেহের পাশেই বসেছিলেন অভিযুক্ত ছেলে।
পুলিশ সূত্রে খবর থেকে জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদ সময় মাকে খুনের কথা সে স্বীকার করে নেয়। মায়ের শারীরিক ও মানসিক অসুস্থতার জেরে প্রায়শই বাড়িতে ঝামেলা লেগে থাকত। ওইদিন ঘটনার আগে মায়ের সঙ্গে নীলেশের তর্কাতর্কি হয়েছিল। এরপরই প্রথমে ছুরি দিয়ে মায়ের উপর হামলা করার চেষ্টা করে কিন্তু তা ব্যর্থ হলে কম্বল দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে মাকে খুন করে ছেলে।
Tags
Crime