নিউজ ডেস্ক - সকাল থেকে ছাত্র সমাজের ডাক দেওয়া নবান্ন অভিযানে উত্তপ্ত হাওড়া , হাওড়া ময়দান, কলেজ স্ট্রিট থেকে সাঁতরাগাছি। আন্দোলনকারীদের রুখতে কার্যত ব্যারিকেডের দুর্গ তৈরি করা হয়েছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রণক্ষেত্রের রূপ নেয় একাধিক এলাকা। পুলিশ লাগাতার কাঁদানে গ্যাসের5 সেল ফাটাতে থাকেন , জল কামানের হামলা করে পুলিশ।তবে এত কিছুর পরও এগিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ক্ষোভ প্রকাশের জেরে হাওড়া ময়দান এলাকায় পুলিশের মাথা ফাটল।এরপর ওই অবস্থাতেই ওই পুলিশ কর্মীকে উত্তেজিত জনতার মধ্যে থেকে উদ্ধার করতে দেখা যায় বেশ কিছু আন্দোলনকারীদের। বারবার সেই পুলিশকে দেখা গেল বলতে "আমরা কোনও ঝামেলা চাই না।" কিন্তু, একাধিক জায়গায় পুলিশরা আন্দোলনকারীদের লাঠিচার্জ করছে।
শুধুমাত্র হাওড়া ময়দান নয়, হাওড়া ব্রিজেও সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে রয়েছে। ব্রিজে থেকে নামার মুখে এবং এমজি রোডেও দফায় দফায় কাঁদানে গ্যাসের সেল ফাটায়। ফলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে আন্দোলনকারীরা। এর সাথে একাধিক জায়গায় ত্রিস্তরীয় ব্যারিকেড গড়ে তুলেছিল পুলিশ।কিন্তু, উত্তেজিত জনতা ঢেউয়ে বহু জায়গাতেই ভেঙে ফেলে সব ব্যারিকেড। আর তারপরেই ফের জল কমান শুরু করে পুলিশ। পাল্টা জবাব জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনকারীরা স্লোগান শুরু করে‘বুক পেতেছি গুলি কর, জাস্টির ফর আরজি কর’, ‘উই ওয়ান্ট জাস্টিসের। সকাল থেকেই সংগ্রামী যৌথ মঞ্চেও হাওড়া ময়দানে মিছিল করতে দেখা যায় । সেই মঞ্চে দেখা যায় মঞ্চের নেতা ভাস্কর ঘোষকেও।