নিউজ ডেস্ক - নবান্ন অভিযানের ডাকে শুরু হওয়া মিছিল কলেজ স্কোয়ার থেকে ধীরে ধীরে এগোতে থাকে নবান্নে দিকে। আর সেই আন্দোলনকারীদের ঠেকাতে প্রথমে বোঝানো আন্দোলকারীদের ভালোভাবে বোঝানো হচ্ছিল। কিন্তু তাতে কোনো কাজ না হলে সেল ফাটানো হয় কাঁদানে গ্যাসের,ছোড়া হয় জল কামান। যাতে কোনও ভাবেই নবান্নের আশপাশে আন্দোলনকারীরা পৌঁছতে না পারে তার জন্য তৎপর হয়েছে পুলিশ।
কিন্তু এরই মধ্যে দেখা গেল কয়েকজন আন্দোলনকারীকে নবান্নের নর্থ গেটের কাছাকাছি চলে আসতে দেখা যায়। জানা যাচ্ছে, তাঁরা নাকি নবান্ন চত্বরেই থাকেন। আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে চিৎকার করে বলে থাকেন ‘দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ'। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তাঁরা স্লোগান দেন। তবে,এরপর পুলিশ এসে তাঁদের সকলকে সেখান থেকে সরিয়ে দেয়।
উল্লেখ বিষয়, আজ নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে হাওড়া। দফায় দফায় জলকামান ছোড়ে পুলিশ। আর সেই জল কামান বন্ধ হতেই ফের জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। ভিড়ের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইট।