Nabanna : ছাত্রদের উপর আক্রমণের প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টার বন্ধ ডাকল বিজেপি

 

নিউজ ডেস্ক - আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের  জেরে আজ সারাদিন তপ্ত ছিল কলকাতা। পুলিশর বাঁধা সরিয়ে নবান্নের দোড়গোড়াতেও পৌঁছে গিয়েছিল আন্দোলনকারীরা। কিন্তু আর পাল্টা জবাব পুলিশ অ্যাকশন নেন। আর ছাত্রদের উপর আক্রমণের প্রতিবাদে বিজেপি আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়ছে। এই দিন সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করতে দেখা গেল সুকান্তকে। 

একইসঙ্গে পুলিশের ‘আক্রমণের’ বিরুদ্ধে  সুকান্তর প্রশ্ন, “পুলিশ কেন শান্তিপূর্ণ, নিরস্ত্র মানুষের উপর লাঠিচার্জ করল? কেন মহিলাদের মারা হল? কেমিক্যাল মেশানো জল দিয়ে স্প্রে করা হয়েছে। বাংলায় জন্ম নিয়ে কি ছাত্র- ছাত্রীরা অপরাধ করেছে? পুলিশ মদ্যপ অবস্থায় এক মহিলার মাথায় লাঠির আঘাত করছে।” 

অপরদিকে বামেদের বিরুদ্ধেও বলেন, “গত পরশু থেকে বামেরা নিজেদের সরিয়ে নিয়েছে। বলেছে এটা রামের আন্দোলন। বামপন্থীরা তৃণমূলের সঙ্গে সেটিং রাজনীতি করছে।বিজেপির ঘোষিত আন্দোলন নয়, বিজেপির ঘোষিত আন্দোলন হলে কী হবে তা বলার অপেক্ষা নেই! কালকের জন্য অপেক্ষা করুন।”

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন