Nabanna: ছাত্র সমাজের গড়ে তোলা আন্দোলন ও বিজেপির ডাকা বনধ নিয়ে কি বলেন নিহত ডাক্তারের মা?

 


নিউজ ডেস্ক - আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' আজ নবান্ন অভিযানে পথে নেমেছিলেন। বিভিন্ন স্থানে পথ অবরোধ করা হয়। আন্দোলনকারীদের রুখতে পুলিশরা জল কামানের আক্রমণের সাথে সাথে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। তার জেরে আহত হন পুলিশ ও আন্দোলনকারীরা। কিন্তু এই আন্দোলন ও বনধ নিয়ে কি রে রাখলেন নিহত ডাক্তারের মা - বাবা? 

এইদিন, আন্দোলনকারী ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে নিহত ডাক্তারের মা বলেন, “যাঁরা আন্দোলন করছেন আমরা তাঁদের পাশে আছি। যতদিন না বিচার পাই ওদের আন্দোলন চালিয়ে যেতে বলব।” কিন্তু বিজেপি-র ডাকা ১২ ঘণ্টার বনধ নিয়ে  তাঁর মা বলেন, “বনধ ডেকে কী হবে? এটা রাজনৈতিক ব্যাপার। আমরা কোনও রাজনীতিতে যেতে চাই না। তাই আমরা এর সপক্ষেও নয়। বিপক্ষেও নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন