Nabanna: বিজেপির ডাকা বনধকে সমর্থন করা হচ্ছে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়

 

নিউজ ডেস্ক - ছাত্রদের উপর আক্রমণের প্রতিবাদে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগামীকাল ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে। কিন্তু সেই বনধকে সমর্থন করা হচ্ছে না বলে স্পষ্ট না জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

এই দিন আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ সারাদিন ধরে রাজ্যে দফায় দফায় অশান্তির চেষ্টা হয়েছে। রাজ্য সরকারের তরফে ছাত্রদের প্রতি সহমর্মিতা রয়েছে। সিবিআই-এর কাছে তদন্ত ভার আছে। কিন্তু আজ মহানগরকে ও কাল বাংলাকে স্তব্ধ করার যে চেষ্টা হয়েছে তা অসমর্থন যোগ্য।”

তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে আগামিকালের বনধ সমর্থন করা হবে না। সকলকে অনুরোধ বনধ মেনে নেবেন না।” সরকারের বক্তব্য, বনধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ করা বেআইনি। রাজ্য সরকারের সব দফতর খোলা থাকবে। কারোর কোনও ক্ষতি হলে সরকার দেখবে। প্রাইভেট বাস সহ সবার প্রতি অনুরোধ থাকবে বাংলাকে সচল রাখতে হবে। পুলিশ আজ যথা সাধ্য শান্ত থাকছে। কাল জনজীবন স্বাভাবিক থাকবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন