নিউজ ডেস্ক - ইতিমধ্যে তিন ঘণ্টা পর হয়ে গেছে নবান্ন অভিযানের। আন্দোলনকারীরা এখনও পর্যন্ত পিছু হাঁটতে নারাজ। আর এবার একেবারে নবান্নের মুখে পৌঁছে গেল বিক্ষোভকারীরা। ভিড় সরাতে রীতিমতো বেহাল হয়ে পড়ছেন পুলিশরা। এই দিন দুপুর তিনটের সময় হাওড়ার চ্যাটার্জি হাটের দিকে থেকে প্রায় পাঁচশো জন মানুষকে নবান্নের উত্তর গেটের দিকে এগিয়ে যেতে দেখা যায়। কিন্তু নবান্ন থেকে মাত্র একশো মিটার দূরেই তাঁদের আটকে দেয় পুলিশ।ফলে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। লাগাতার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান উঠতে থাকে।
পুলিশ চ্যাটার্জি হাট থেকে নবান্নের উত্তর গেটের পর্যন্ত মাঝের রাস্তায় ছোট ছোট ব্যারিকেট করেছিল। কিন্তু, সেগুলি ভেঙে দেয় আন্দোলনকারীরা। উত্তর গেটের কাছে রয়েছে বড় ব্যারিকেড। যা এখনও অক্ষত রয়েছে। যে জায়গায় পুলিশের সাথে যুদ্ধ শুরু হয়ে সেখান থেকে নবান্নের দূরত্ব দু থেকে তিন মিনিটের। আজ নবান্নের একেবারে সামনে জাতীয় পতাকা হাতে গর্জে উঠতে দেখা যায় বহু মহিলাকে। কিন্তু তা দেখা মাত্রই পুলিশ ছুটে আসে। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।