নিউজ ডেস্ক : তাঁর থেকে অলিম্পিকে সোনা পাওয়ার আশা সবাই করছিল। কিন্তু ২০২০ সালের টোকিও অলিম্পিকে সোনা জয়ী নিরাজ চোপড়ার গলায় এলো এবার রুপোর পদক। তবে প্রথম পদক গিয়েছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের কাছে। এদিকে এদিন প্রথম থ্রো ফাউল গেলেও দ্বিতীয় থ্রো ছিল ৮৯.৪৫ মিটারের। যা ছিল তাঁর এই বছরের সেরা থ্রো।
এই পদকের সাথে তিনি প্রথম পুরুষ খেলোয়াড় যে ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশের জন্য দ্বিতীয় পদক জিতলেন। নিরাজের পাশাপাশি এই ইভেন্টে চমক ছিল পাকিস্তানের আর্শাদ নাদিম ৷ এদিন তিনি ৯২.৯৭ মিটার থ্রো করে, অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জয় করলেন নিজের দেশের জন্য। উল্লেখ্য যে, সাল ১৯৯২ এর পর থেকে অলিম্পিক্সে কোন পদক পায়নি পাকিস্তান। তবে অবশেষে ৩২ বছর পর পদক এল তাদের। তাও সোনা ৷ এদিনের ইভেন্টে চমকে দিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম ৷ অলিম্পিক্স রেকর্ড ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতলেন তিনি। শেষ থ্রো-টাও করলেন ৯১.৭৯ মিটার। ১৯৯২ সালের পর থেকে অলিম্পিক্সে কোন পদক ছিল না। ৩২ বছর পর পদক এল পাকিস্তানের।