নিউজ ডেস্ক - সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ট্র্যাফিক পুলিশকর্মীদের ঘুষের টাকা ভাগ করে নেওয়ার ভিডিও। যার জেরে সাসপেন্ড করা হয়েছে ৩ জন ট্র্যাফিক পুলিশ অফিসারকে। দিল্লির গাজিপুরে সিসিটিভি ক্যামেরায় ট্র্যাফিক পুলিশকর্মীর ঘুষ নেওয়া ও তিনজনের মধ্যে সেই টাকা ভাগ করে নেওয়ার দৃশ্য ধরা পড়েছে।
দ্য ন্যাশনাল বুলেটিন হিন্দির পোস্ট করা সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাজিপুরে পুলিশ চেকপোস্টে এক ট্র্যাফিক পুলিশকর্মী এক যুবকের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পর যুবককে পিছনের বেঞ্চের দিকে ইঙ্গিত করেন ওই ট্র্যাফিক পুলিশকর্মী। এরপর সেই যুবক সেখানে টাকা রেখে চলে যান। এরপর কয়েক মুহূর্ত এদিক-ওদিক দেখার পর টাকাটা হাতে তুলে নিয়ে গুনে দেখেন কত টাকা রয়েছে। তারপর মানিব্যাগে রেখে দেন ওই পুলিশকর্মী।
এরপরের ভিডিয়োয় দেখা যায়, ৩ জন ট্র্যাফিক পুলিশকর্মী পাশাপাশি বসে রয়েছেন। এক পুলিশকর্মী নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে দিলে টাকা নেওয়ার সময় দুই পুলিশকর্মীকে হাসতে দেখা যায়।ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই ওই তিন পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা জানান, প্রাথমিক তদন্তের পর ওই তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।ওই তিনজনের মধ্যে ২ জন ASI এবং একজন হেড কনস্টেবল।