নিউজ ডেস্ক -বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধীদের আন্দোলনের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ করে তীব্র প্রতিক্রিয়া জানালেন । তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা বাংলাদেশের পুলিশের থেকেও খারাপ হতে চলেছে। এরসাথে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিতে বিধানসভায় প্রস্তাব আসতে চলেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন সেই বিষয়কেও কটাক্ষ করেছেন ।"
বিরোধী দলনেতা বলেন, "গোখরো সাপের কথা বলেছেন আজ । ফোস করতে বলেছেন । লজ্জা করে না। আপনার গোটা হাত রক্তাক্ত। একুশের ভোটের পর এখনও পর্যন্ত ২০০ জন বিজেপি কর্মীকে খুন করেছেন আপনি । ১২ হাজার লোককে ঘর ছাড়া করেছেন এই লোকসভা ভোটের পর। কোন ধারা দিতে বাকি রেখেছেন আমায় । কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশকে বলতে চাই আপনাদের অবস্থা বাংলাদেশ পুলিশের চেয়েও খারাপ হবে । আপনি যে অত্যাচার করেছেন বাংলার উপর এর ফল পেতে হবে আপনাকে ।"
ধর্ষণবিরোধী কড়া আইন প্রণয়নের প্রস্তাবকে কটাক্ষ জানিয়ে সুকান্তবাবু বলেন, "BNS এর পর উনি আইন আনতে পারেন না। উনি আর জি কর ইস্যুকে ছোটো করে দেখছেন। সুপ্রিম কোর্ট বুঝে নেবে তদন্তকারীদের রিপোর্ট। উনি আর ওনার পরিষদ মন্ত্রীরা যেভাবে এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা লজ্জার । যেভাবে লাশ দাহ করেছেন প্রমাণ লোপাট করেছেন সন্দীপ ঘোষ কে দিয়ে তার বিচার চাই। যে জনরোষ তৈরি হয়েছে সেটাই ভয় পেয়ে জনমতকে ঘুরিয়ে দিতে চান। আর বিধানসভার অধিবেশন কবে বসবে সেটা স্পিকার বলবে উনি কেনো । প্রস্তাব আকারে আনতে পারেন না। রাজ্যপালকে পাঠাতে হবে। রাজ্যপাল কখনো বেআইনি কাজ করতে পারেন না। হাসখালী থেকে পার্ক স্ট্রিট এর মন্তব্য কিভাবে ঢাকবেন মুখ্যমন্ত্রী।"