নিউজ ডেস্ক - পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শ্রীরামপুরের একটি স্কুলে ক্লাস চালু হয়ে যাওয়ার পরও প্রত্যেকদিনই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেরি করে স্কুলে আসেন। অভিভাবকরা বারবার বলেও কোনও কাজ হয়নি। তাই, প্রধান শিক্ষককে ‘শিক্ষা’ দেওয়ার জন্য মঙ্গলবার স্কুলে গিয়ে শিক্ষককে ক্লাসরুমে ঢুকিয়ে তালা লাগিয়ে দেন তারা।
জানা যাচ্ছে, ওই স্কুলে প্রায় ১২-১৩ বছর আগে যোগ দেন দেবনারায়ণ লাহা নামে ওই প্রধান শিক্ষক। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষক সময় মতো স্কুলে আসেন না। মঙ্গলবার প্রধান শিক্ষক ফের দেরি করে আসার পর রুমে ঢুকিয়ে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
এক অভিভাবক বলেন, “সঠিক সময়ে কোনওদিন আসেন না প্রধান শিক্ষক। সাড়ে এগারোটার আগে কোনওদিন আসেন না। মাঝে মাঝে তার থেকেও দেরিতে আসেন। স্কুলে পড়াশোনার পরিবেশ নেই। আমরা এর আগে এসআই অফিসে জানিয়েছি।” আর এক অভিভাবিকা জানালেন, “এর আগে অনেকবার আমরা প্রধান শিক্ষককে বলেছি। সময়ে আসার কথা বলা হয়। কিন্তু, উনি কোনও কথা কানে তোলেননি। প্রত্যেক দিনই দেরি করে আসেন। তাই, আজ বাধ্য হয়ে তালা দেওয়া হয়েছে।”কিন্তু এত কিছুর পরও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবনারায়ণ লাহা। ফোনে তিনি জানান, তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা। শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিন স্কুলে আসতে দেরি হয়েছে তার।