নিউজ ডেস্ক - আরজি কর হত্যাকাণ্ডের জেরে চিকিৎসকদের কর্মবিরতি চলছে।ফলে জরুরি পরিষেবা ছাড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা রোগীকে ভর্তি নিচ্ছেন না। সেইরকমই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক অন্তঃসত্ত্বাকেও ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য ক্ষোভে প্রকাশ করছে পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সকালে বহরমপুর গোড়াবাজারের সংলগ্ন শেখ পাড়া থেকে এক অন্তঃসত্ত্বাকে ভর্তি করতে নিয়ে যান তাঁর স্বামী। কিন্তু চিকিৎসকদের কর্মবিরতি জেরে চিকিৎসকদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, জরুরি বিভাগে ভর্তি করাতে হবে। একমাত্র সেখানেই রোগীর পরিষেবা পাওয়া যাচ্ছে। আর এর ফলস্বরূপ হাসপাতালে ভর্তি করাতে এসে ক্ষোভে ফেটে পড়েন অন্তঃসত্ত্বার পরিবারের সদস্যরা। অন্তঃসত্ত্বার স্বামী বলেন, “কোথায় কী হয়েছে, তার জন্য তো আমরা দায়ী নই, সরকারি হাসপাতালে আমরা পরিষেবা পাওয়ার জন্য আসি। চিকিৎসক এমারর্জেন্সিতে ভর্তি করার জন্য বলেছেন, তাই নিয়ে এসেছিলাম কিন্তু হাসপাতালে ভর্তি নিল না।”
সোমবারও হাসপাতালে কর্মবিরতি জেরে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে একই ঘটনা ঘটে ফলে মৃত্যু হয় একজন তৃতীয় শ্রেনীর ছাত্রের ও আর একটি যুবকের।