নিউজ ডেস্ক- অবশেষে আরজি কর হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। গতকাল , ১৪ অগাস্ট রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের রাত দখল কর্মসূচিকে সমর্থন করলেন তৃণমূলের তারকা সাংসদ।
স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি একজনের মা, একজনের মেয়ে। আজকে ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছেন? দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা। আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারব? এটা সবথেকে বড় প্রশ্ন। এই আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না যা ঘটেছে। আমরা প্রতিবাদের সুর তুলেছি। আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি। আমি আপনাদের সঙ্গে আছি। এরকম একসঙ্গে মহিলাদের আওয়াজ এর আগে আমার মনে হয় না ভারতবর্ষে কখনও উঠেছে। আমি আপনাদের স্যালুট জানাচ্ছি।"
আবার বুধবার মধ্যরাতে শান্তিপূর্ণ মিছিল চলার মাঝে আরজি কর মেডিক্যালেই ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে মাত্র ৯ জন। ভাঙচুরের প্রতিবাদে আজ শিয়ালদহ থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল।