RAIL ACCIDENT : মালদহে লাইনচ্যুত তেলবোঝই মালগড়ির পাঁচটি বগি , গত ২ মাসে ঘটল ৫ টি দুর্ঘটনা

 


নিউজ ডেস্ক - ফের রেলদুর্ঘটনা।আরও একবার লাইনচ্যুত হল মালগাড়ি। শুক্রবার সকালে মালদহে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের তেলবোঝাই একটি মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় । এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে ওই পাঁচটি বগি। জানা যাচ্ছে, ঘটনার পর কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা গিয়েছেন ঘটনাস্থলে। এইদিন সকাল পৌনে ১১টার সময় তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়। 

গত ২ মাসে পরপর ৫টি দুর্ঘটনা ঘটল।১৭ জুন রাঙাপানিতে ছাতারহাট-রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ১৮ জুলাই উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। এরপর ২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। গত ৩০ জুলাই হাওড়া-সিএসএমটি মেল চক্রধরপুর ডিভিশনে দুর্ঘটনা ঘটে। আর ফের আজ বেলাইন হল আরও একটি মালগাড়ি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন