নিউজ ডেস্ক - শিলায়দহ-বারুইপুর শাখার ট্রেনগুলি হঠাৎ করে বাতিল। যার জেরে শুরু হয়ে যায় যাত্রী বিক্ষোভ। আজ ,রবিবার সকালে রেলের তরফ থেকে সকাল ৬.৫৮ বারুইপুর লোকাল আচমকা বাতিল করে দেওয়া হয়। কারণ হিসাবে যান্ত্রিক ত্রুটি কারণ জানানো হয় । জানা যাচ্ছে এই দিনও অন্যান্য দিনের মতো সকালে স্বভাবতই ভিড় ছিল বারুইপুর। আর হঠাৎ ট্রেন বাতিলের খবর আসতেই বাড়তে থাকে ক্ষোভ। আর অন্য ট্রেনগুলিতেও চূড়ান্ত ভিড়।এরইমধ্যে জানা যায় ভিড়ে ঠাসা অন্য একটি ট্রেন থেকে এক মহিলা পড়ে গিয়ে জখম হয়েছেন। এরপরই সুভাষগ্রাম স্টেশনে শুরু হয়ে যায় বিক্ষোভ। প্রতিবাদে ট্রেন অবরোধ করেন মহিলা যাত্রীরা। এর ফলে বারুইপুর, লক্ষীকান্তপুর, ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। শুধুমাত্র শিয়ালদা থেকে সোনারপুর ও ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আবার সকাল থেকে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ে অন্যান্য স্টেশনে থাকা যাত্রীদের। অবরোধের খবর পেতেই আরপিএফ এলে মহিলা যাত্রীদের সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের একটি দাবি, দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেই প্রতিশ্রুতি দিতে হবে পুলিশকে। শেষ পাওয়া খবরে অনুযায়ী আন্দোলনকারীদের চাপে পড়ে দুপুরের মধ্যে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এই মর্মে দিতে হয় লিখিত প্রতিশ্রুতি দেন পুলিশ।
Tags
WEST BENGAL