নিউজ ডেস্ক - আরজি কর হত্যাকাণ্ড নিয়ে নিজের মতামত রাখতে গিয়ে তুমুল সমালোচনার মুখোমুখি হতে হল ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভ বলেছিলেন "একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে কলকাতায় মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা যায় না। কারণ ভারতের সবচেয়ে সেফ সিটি কলকাতা।" আর সেই 'বিচ্ছিন্ন ঘটনা' বলাকে কেন্দ্র করে কটাক্ষের মুখোমুখি সৌরভ। অনেকে আবার দাদাগিরি বয়কটেরও ডাক দেন। আর এবার সেই কটাক্ষের মুখোমুখি হওয়ার পরে আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাঁটবেন সৌরভ।
২১ অগাস্ট, সন্ধে সাড়ে ৭টায় বড়িশা প্লেয়ার্স কর্নার বা তাঁর নাচের স্কুল দীক্ষা মঞ্জুরি থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন ডোনা। মিছিল শুরু হবে। নাচের স্কুলের ছাত্র ছাত্রীদের পাশাপাশি এই মিছিলে সাধারণ মানুষকেও অংশগ্রহণের জন্য আবেদন রাখছেন। এই মিছিলে নৃত্যশিল্পীরা কালো পোশাকে হাঁটবেন বলে জানা যাচ্ছে। অপরদিকে , সোশ্যাল মিডিয়া জুড়ে যখন কটাক্ষ এবং দাদাগিরি বয়কটের দাবি তখন সৌরভ নিজের প্রোফাইল পিকচার পাল্টে করলেন কালো। শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়ই নন একই কাজ করেন ডোনা গঙ্গোপাধ্যায় ও সানাও।
২১ অগাস্ট জোড়া মিছিলে প্রতিবাদে নামবেন মহারাজ। এদিনই প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদরা বিকেল ৩টের সময় একটি অবস্থান কর্মসূচীর ডাক দিয়েছেন। আর গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে জমায়েতে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।