Reality show: আরজি কর কাণ্ডের জেরে এবার কি বন্ধ হয়ে চলেছে ' দিদি নম্বর ১'?

 

নিউজ ডেস্ক - অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায় কান্নাকাটি করে ন্যায় বিচারের দাবিতে একটি ভিডিয়ো পোস্ট করার পর থেকে তার বিরুদ্ধে বিতর্ক বেড়েই চলেছে । আর সেই বিতর্কের মধ্যেই চ্যানেল কর্তপক্ষ বাতিল করে রচনা সঞ্চালিত রিয়্যালিটি শো‘দিদি নম্বর ১’-এর অডিশন। আর তার পর থেকে সমাজমাধ্যম নানা ধরনের মিম পোস্টে ভর্তি হয়ে গিয়েছে।গত ১০ বছর ধরে সম্প্রচারিত হওয়া‘দিদি নম্বর ১’ শো-এর জনপ্রিয়তা কম নয়। গত ১০ বছর ধরে টানা সম্প্রচারিত হচ্ছে এই শো। এত দিন সবাই এই অনুষ্ঠানে যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকত। কিন্তু আরজি কর ঘটনার পর এ যেন টা থমকে গেল।

আর এইবারে গোটা সমাজমাধ্যমের পাতা জুড়ে ‘বয়কট দিদি নম্বর ১’ - এর স্লোগান। এক জন রচনার ছবি পোস্ট করে লেখেন,"আর কি দিদি নম্বর ১-এ যাওয়ার ইচ্ছা আছে?” সেখানে অনেকেই লিখেছেন,"বয়কট দিদি নম্বর ১।” কেউ কেউ আবার লিখেছেন,"রচনার এত নাটক দেখে বিরক্ত লেগে গেল।” আবার কেউ লিখেছেন,"ইনি নাকি জনপ্রতিনিধি! দিদি নম্বর ১ অবিলম্বে বন্ধে করে দেওয়া উচিত।” অনেকেই মন্তব্যগুলিকে সমর্থন করেছেন।এত বিতর্কের পর অনেকে সত্যিই মনে করেছিলেন এবার হয়তো এই শো সত্যিই বন্ধ হয়ে যাবে। কিন্তু টলিপাড়ার ভেতরের খবর যে মোটেই বন্ধ হচ্ছে না রচনা সঞ্চালিত শো। বরং টিআরপি নাকি আগের চেয়ে বেড়েছে। তবে এত আলোচনা সমালোচনার পর আর কোনও মন্তব্য করেননি রচনা বন্দ্যোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন