নিউজ ডেস্ক - আবার পুজোর অনুদান নিতে অস্বীকার করল আরও দুইটি ক্লাব।তবে এইবারে হুগলির নয় বরং রাজ্যের অন্য জেলার ক্লাব । আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদান বয়কটের প্রবণতা বেড়েই চলেছে। পুজোর অনুদান নিতে অস্বীকার করা দু’টি ক্লাবের মধ্যে একটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এবং অন্যটি মুর্শিদাবাদের লালগোলার।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পুরসভার ৭ ও ১৪ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দারা মিলে প্রায় ৪০ বছর ধরে দুর্গা পুজোর আয়োজন করেন। ওই পুজো কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বাপিন বৈদ্য বলেন, "আরজি কর-কাণ্ডের প্রক্ষিতে আমরা এলাকার বাসিন্দাদের কাছে পুজোর অনুদান বয়কট করার ব্যাপারে মতামত চেয়েছিলাম। সেখানে সকলেই টাকা না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তার ভিত্তিতেই আমরা অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।৮৫ হাজার টাকা আমাদের মতো পুজো কমিটির কাছে একটা বড় ব্যাপার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুজোর সঙ্গে যুক্ত কেউই চাইছেন না, আমরা অনুদান নিই।”
আবার অপরদিকে মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর সন্ন্যাসীতলা মহিলা দুর্গোৎসব কমিটিও সরকারের দেওয়া অনুদান অস্বীকার করেছেন। পুজো কমিটির সভাপতি কল্পনা ঘোষ বলেন, "মহিলা জুনিয়ার চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সকলে পথে নেমেছে। সেখানে আমরাও প্রতিবাদ জানাতেই রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যান করলাম।”