RG KAR HOSPITAL :ধর্ষকের কোনও আলাদা পরিচয় হয় না, সে ধর্ষকই ; অভিষেক বন্দ্যোপাধ্যায়

 


নিউজ ডেস্ক - আরজি কর হাসপাতালে মহিলা খুনের ঘটনায় এইবারে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে, যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক এবং নারকীয়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্য সরকারের অবস্থান জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতারও করিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে আইনের কঠোর ব্যবস্থা নেওয়ার তরফে প্রশ্ন করেন। অভিষেক বলেন, “আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার, যেখানে সাত দিনের মধ্যে খুনি ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। দ্ব্যর্থহীন ভাষায় বলছি। কেন বছরের পর বছর ট্রায়াল চালাবেন মশাই? এক বছরে ৭৩ হাজার টাকা খরচ। পাঁচ বছর জেলে রাখলে সাড়ে ৩ লাখ টাকা খরচ। কেন?”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। কিন্তু দেশের আইন এমন চাইলেও আমরা কিছু করতে পারি না। ট্রায়ালপর্ব থেকে দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণা সময়সাপেক্ষ।যারা এই ঘটনা ঘটিয়েছে সে ডাক্তার, পুলিশ, ইঞ্জিনিয়ার, খেলোয়াড়, কৃষক নাকি শ্রমিক, ধর্ষকের তো কোনও জাত হয় না। খুনির তো আলাদা পরিচয় নেই। ধর্ষকের তো কোনও জাত হয় না। সে ধর্ষকই। সে আগে ধর্ষক, সে আগে খুনি। তার সমাজে থাকার কোনও অধিকার নেই। দ্রুত ট্রায়াল করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আর সাথে তিনি আরো যোগ করে বলেন, "প্রতিটা ঘটনা নিয়ে রাজনীতি করার কারণ কী? তাঁর কথায়, একাধিক রাজনৈতিক দল পতাকা নিয়ে বেরিয়ে পড়েছে। আইনসভায় সংশোধন করে হয় অর্ডিন্য়ান্স আনুক। ৬ মাস পর অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন। যাতে অন্তত ১ মাসের মধ্যে ব্যবস্থা হয়। অর্ডিন্য়ান্স করে ইডির ডিরেক্টরের মেয়াদ বাড়াতে পারে, একজন ধর্ষক বা খুনির যাতে সাতদিনে বিচার হয়, এই অধ্যাদেশ আনতে পারে না কেন? চাইলে তো আনা যায়।উত্তর প্রদেশে হোক, মহারাষ্ট্রে হোক, কর্নাটকে হোক বা বাংলায় হোক, সমাজের পক্ষে এ ধরনের ঘটনা লজ্জার, দুর্ভাগ্যের, নারকীয়। কেন এত সময় লাগবে ট্রায়াল হতে?এটা উত্তর প্রদেশে হলে মৃতদেহও পাওয়া যেত না। হাথরসের কথা মনে আছে। আইনসভায় আইন আনতে হবে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তারপরই সব হবে।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন