নিউজ ডেস্ক -রাতভর চলা আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদের জন্য শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই।আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদেই পথে নেমেছিল সাধারণ মানুষ। এরসাথে মহিলারা রাত দখলের ডাক দিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল চলেছে। আর এরই মধ্যে রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই জনতা পুলিশি ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে এমার্জেন্সি বিল্ডিংয়ের ভিতরে ভাঙচুর করে। আর অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়। এই ঘটনায় পুলিশের পোড়া ইউনিফর্ম, ছাতা উদ্ধার হয়েছে।
কিন্তু এই ঘটনার পিছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি। তাই আরজি কর হাসপাতালে এই ভাঙচুরের ঘটনার প্রতিবাদ করার জন্য ১৬ অগস্ট, শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অপরদিকে, এসএফআই-ডিওয়াইএফআই-এআইডিডব্লুএ-র তরফে আজ, ১৫ অগস্ট শিয়ালদহ থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
Tags
WEST BENGAL