নিউজ ডেস্ক : কিছুদিন আগে আর জি কর হাসাপাতালে ভাঙচুরের ঘটনায় মোট ৯ অভিযুক্তকে শিয়ালদা আদালতে পেশ করা হলো। জানা যাচ্ছে আগামী ২২ অগস্ট পর্যন্ত ওই ৯ জনকে পুলিশ তাঁদের হেফাজতে রাখবে। ধৃতদের তালিকায় রয়েছে দেবাশিস মণ্ডল, রাজু বাগ, সুরজিৎ কর্মকার।
সূত্রের খবর, এই তিন জন সেদিন রাতে আরজি কর হাসপাতালের বাইরে রাস্তার ওপর হামলা চালিয়েছিল। পরে তাদেরকে চিহ্নিত করে শিয়ালদহ আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, শুধু এই ৯ জনই নয়, আর জি কর এর ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্যোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করায় অভিজিৎ ঘোষ নামে এক ব্যক্তিকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Tags:
Kolkata