নিউজ ডেস্ক - আরজি কর কাণ্ডের পর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতি দুই ঘণ্টা অন্তর নিয়মিত আপডেট দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। আরজি করে মহিলা চিকিৎসককে নির্যাতনের পর খুনের ঘটনা ঘটার পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৬ অগস্টই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই নয় দেশের প্রতিটি রাজ্যকেই এই নিয়ম পালন করতে হবে। আর এই দায়িত্ব পুলিশ বাহিনীকেই দেওয়া হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইমেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুলিশ বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রকে জানাতে হবে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, যে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটলে তা যাতে দ্রুত কেন্দ্রের কাছে পৌঁছয়, তার জন্যই এই সিদ্ধান্ত।
Tags
Kolkata