নিউজ ডেস্ক : গত কিছু মাস ধরেই নিত্য যাত্রীদের ভোগান্তির শেষ নেই লোকাল ট্রেনে। আবার বেশ কিছু ট্রেন বাতিল হলো শিয়ালদহ শাখায়। রেল সুত্রের খবর, আগামী শনি ও রবিবার বদলানো হয়েছে একগুচ্ছ ট্রেনের পরিষেবা।
পূর্ব রেল এক বিবৃতিতে জানিয়েছে, দমদমে কাজ চলার ফলে আগামী ১০ ও ১১ তারিখ বেশ কিছু ঘণ্টার জন্য ট্র্যাফিক ব্লক করা হবে। সে কারণেই ট্রেনের যাত্রা পথ বদলাচ্ছে।
দেখেনিন কোন কোন ট্রেনের যাত্রাপথ বদলাচ্ছে -
১০ তারিখ 33860 বনগাঁ- শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত পর্যন্ত আসবে।
33863 শিয়ালদহ – বনগাঁ লোকালও শিয়ালদহের বদলে বারাসতে এসে থামবে। ১১ তারিখেও রয়েছে বেশ কিছু বড় বদল।
31051 বজবজ – নৈহাটি লোকাল নৈহাটির পরিবর্তে শিয়ালদহে আসবে।
31052 নৈহাটি – বজবজ বজবজের পরিবর্তে শিয়ালদহে আসবে।
33812 বনগাঁ – শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে।
33813 শিয়ালদহ – বনগাঁ লোকাল শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।
১১ তারিখ 33814 বনগাঁ – শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত পর্যন্ত যাবে।
33815 শিয়ালদহ – বনগাঁ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত থেকে থেকে ছাড়বে।
33512 হাসনাবাদ – শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসাতে যাত্রা শেষ করবে।
33511 শিয়ালদহ – হাসনাবাদ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসাত থেকে ছাড়বে।