নিউজ ডেস্ক - দুইদিন আগে পূর্ব বর্ধমানের নান্দুরে গ্রামে নৃশংসভাবে খুন করা হল এক তরুণীকে। কিন্তু ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি। ফলে রীতিমতো এলাকার বাসিন্দা থেকে পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ বাড়ছে । পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মৃতার বাবা সুকান্ত হাঁসদা বললেন, “পুলিশ তো ১২ ঘণ্টা সময় চেয়েছিল। কিন্তু, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।” এরপর তার দাবি ঘটনার কোনও উপায় না হলে দ্রুত তিনি আদিবাসী সংগঠনের সঙ্গে আলোচনায় বসবেন।এছাড়াও প্রয়োজন হলে সিবিআই তদন্ত চাইবেন।
আজ রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু মৃত মেয়েটির বাড়ি গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তার বাবার সঙ্গে। যেহেতু পুলিশ এখন তদন্ত করছে, তাই আপাতত পুলিশের উপর আস্থা রাখার পক্ষে মত দিয়ে বলেন, “মেয়েটি আমাদের মেয়ের মতো। দোষীকে শাস্তি দেবই। তবে পুলিশের উপর আস্থা রাখতে হবে।”
প্রসঙ্গ অনুযায়ী, কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন প্রিয়াঙ্কা হাঁসদা। এবং সেখানে একটি শপিং মলে কাজ করতেন বলে জানা গিয়েছে। খুনের ঘটনার দু’দিন আগে বাড়ি ফেরেন। ঘটনার দিন নান্দুর গ্রামে বাড়ির পাশেই তাঁর গলা কাটা দেহ উদ্ধার হয়। তারপর থেকেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনার সঠিক তদন্তের দাবি পথে নামে আদিবাসী সংগঠনগুলি। কিন্তু তরুণীর বাবা এখন বলছেন, “পুলিশ যাকে সন্দেহ করছে সে দোষী কি না তা বুঝে উঠতে পারছে না।”