Singur: ফের সাফল্য গ্রামীণ পুলিশের, অনলাইন বাণিজ্যিক সংস্থায় ডাকাতির ঘটনায় পুলিশের জালে চার দুষ্কৃতী

  নিজস্ব সংবাদদাতা, সিঙ্গুর , হুগলি : সিঙ্গুরের অনলাইন বাণিজ্যিক সংস্থায়  ডাকাতির ঘটনায়  মোট ৪ জনকে গ্রেফতার করলো সিঙ্গুর থানার পুলিশ। অভিযুক্তদের জেরা করে ডাকাতির ঘটনায় আর কে কে যুক্ত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন হুগলী জেলা গ্ৰামীন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় ।




উল্লেখ্য,   গত ২৫ শে আগষ্ট রাত সাড়ে ৮টা নাগাদ সিঙ্গুরের ন'পাড়া এলাকায় দিল্লী রোডের ধারে একটি অনলাইন বানিজ্যিক সংস্থার গোডাউনে  কয়েকজন দুষ্কৃতি ডাকাতি করতে ঢোকে। বিপদ বুঝে  সংস্থার  এক কর্মী বিপদ ঘন্টা বাজিয়ে দিলে দুষ্কৃতিরা পালানোর চেষ্টা করে। ঘন্টার আওয়াজে স্থানীয় লোকজন ছুটে আসে। উপস্থিত হয় স্থানীয় পুলিশও। পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে সন্দীপ যাদব নামে একজন দুষ্কৃতিকে আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়। 

বিহারের বাসিন্দা এই সন্দীপ যাদবকে জিজ্ঞাসাবাদ করে এবং সংস্থার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে  ঘটনায় জড়িত আরো ৩জনকে গ্ৰেফতার করে সিঙ্গুর থানা। দুস্কৃতিরা হলেন,রাজ কুমার যাদব বয়স২৭, বাড়ি মগরা, অপর ২জন দিব্যেন্দু চ্যাটার্জী বয়স ৩২ ও রাজু পাল বয়স ২৯ চুঁচুড়া থানা এলাকার বাসিন্দা।


 এ বিষয়ে বুধবার সন্ধ্যায়  সিঙ্গুর থানার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে হুগলী জেলা গ্ৰামীন এর অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় বলেন, "অভিযুক্ত তিনজনকে চুঁচুড়া থানা এলাকা থেকে গ্ৰেফতার করা হয়েছে। এদের পুলিশী হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কে কে যুক্ত আছে তা জানার চেষ্টা করা হচ্ছে । এবং অভিযুক্তরা আগে কোন  অপরাধমূলক কাজকর্ম করেছে কিনা  তাও খতিয়ে দেখা হচ্ছে। এবং যে গাড়িটা করে দুস্কৃতিরা ডাকাতি করতে এসেছিল তাও খুব শীঘ্রই উদ্ধার করা হবে।"

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন