নিউজ ডেস্ক - অ্যালোভেরা হল রূপচর্চার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ প্রাকৃতিক উপাদান।অ্যালোভেরা বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়।আসুন জেনে নেওয়া যাক অ্যালোভেরা ব্যবহারের উপায় -
১.লেবু ও অ্যালোভেরা দুটোই শক্তিশালী 'অ্যান্টি এইজিইং' উপাদান সমৃদ্ধ। এগুলো ত্বককে আর্দ্র রাখতে ও দাগ ছোপ কমাতে সহায়তা করে।
২.এক টেবিল-চামচ অ্যালোভেরা, একটা ডিমের সাদা অংশ এবং আধা টেবিল-চামচ তাজা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে।
৩.চুলে অ্যালোভেরা ব্যবহারের আগে শ্যাম্পু করে নিন। এরপর ভেজা চুলে ও মাথার স্ক্যাল্পে মাখিয়ে নিন অ্যালোভেরা ও নারকেল তেল মেশানো মিশ্রণটি। মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করুন। গোড়া থেকে আগা পর্যন্ত চুলে মিশ্রণটি লাগান।
৪.অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে জল থাকে, যা ত্বককে হাইড্রেট ও ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। রাতে এটি ব্যবহার করা আপনার ত্বককে নরম এবং কোমল রাখতে সাহায্য করতে পারে।
৫. অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা ত্বকের প্রদাহ এবং লালভাব কমাতে সাহায্য করতে পারে।