নিউজ ডেস্ক - ছাত্র সমাজের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। আর সেই বনধকে সফল করতে বিজেপি কর্মী সমর্থকরা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন । আবার আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। বিজেপির ডাকা বনধকে সরকার সমর্থন করছে না, সে কথাও আগে জানিয়ে দিয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ঘোষ। কিন্তু ট্রেন চলাচলের পরিস্থিতি কি ? পূর্ব রেলের তরফ থেকে সকাল ৯ টা পর্যন্ত কোথায় কোথায় রেল অবরোধ হয়েছে এবং কোথায় অশান্তি হচ্ছে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা যাচ্ছে , শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কয়েক জায়গায় অবরোধ করা হয়েছে। বনগাঁ বারাসত সেকশনের বনগাঁঁয় অশান্তি হচ্ছে। কৃষ্ণনগর-লালগোলা সেকশনের জিয়াগঞ্জে, রানাঘাট-আড়ংঘাটা সেকশনের পাঁচবেড়িয়ায়, ডায়মন্ডহারবারের সংগ্রামপুর ডাউন লাইন গুলিতে কলাপাতা ফেলে অবরোধ করা হয়েছে, আবার লক্ষ্মীকান্তপুর গোচরণ আপ লাইনে , কৃষ্ণনগরের কালীনারায়ণপুর, কল্যাণী সীমান্ততে, শিয়ালদা মেইন লাইনের রানাঘাট নৈহাটি সেকশনে মদনপুর, শান্তিপুর, বারাকপুর, বেলঘড়িয়া, সোদপুরে একইভাবে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে।
পাশাপাশি শিয়ালদহ বনগাঁ শাখার দত্তপুকুর, বীরনগর, মছলন্দপুর, ভ্যাবলা, ঠাকুরনগর, ক্যানিং শাখার চম্পাহাটি সোনারপুরে অবরোধ চলছে।হাওড়া ডিভিশনের হুগলি, কোন্ননগর, সিঙ্গুর, রামপুরহাট, মগরা, গুড়াপ, বেলুড়, উত্তরপাড়া, চন্দননগল, বালির মতো বিভিন্ন স্টেশনে রেল অবরোধ চলছে।