Strike :১২ ঘণ্টার বাংলা বন্ধ এবং দু’ঘণ্টার কর্মবিরতির আবেদনে কেমন হবে বাংলার পরিস্থিতি ? জানাল নবান্ন

 

   
নিউজ ডেস্ক - আরজি কর হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে এসইউসির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধ এবং বিজেপির দু’ঘণ্টার ‘কর্মবিরতির আবেদন’ মোকাবিলায় সক্রিয় হল রাজ্য সরকার। আগামীকাল ১৬ অগস্ট, দুই বিরোধী দলের ওই কর্মসূচিতে রাজ্যের জনজীবন স্বাভাবিক থাকবে বলে জানিয়ে দিল নবান্ন। বৃহস্পতিবার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের কোনও প্রভাব পড়বে না।"

রাজ্যের মুখ্যসচিবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "পরিবহণ পরিষেবা অন্য দিনগুলির মতোই শুক্রবারও স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয়, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি-র সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে।"

বিভিন্ন পরিবহণ নিগমগুলির ডিরেক্টর এবং সংগঠনগুলিকে যান চলাচল ঠিক রাখতে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "১৬ অগস্টের জন্য কর্মীদের সমস্ত অনুমোদিত ছুটি বাতিল করা হয়েছে।" প্রসঙ্গ অনুযায়ী, অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বারই জানিয়েছেন,  বন্ধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ও জীবিকায় প্রভাব পড়ে। তাই বন্ধ-সংস্কৃতি রাজ্য সরকারের ‘নীতিবিরুদ্ধ’। সেই নীতি মেনেই নেওয়া হল পদক্ষেপ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন