নিউজ ডেস্ক - এক সকাল থেকে বিজেপির ডাকা বাংলা বনধের জেরে বিভিন্ন স্থানে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ লেগেই আছে। আর সেই সংঘর্ষের জেরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার শিবপুরে এলাকায় তৃণমূল কর্মীদের করা আঘাতে মাথা ফাটল দুই বিজেপি নেতার এবং আহত হয়েছেন পাঁচ থেকে ছ’জন। জখম দুই বিজেপি কর্মীকে স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এই হামলার অভিযোগ নিতে অস্বীকার করেছে তৃণমূল।
এই দিন, বনধ সমর্থনকে কেন্দ্র করে বংশীহারী থানার শিবপুর মোড় এলাকায় পিকেটিং করছিল বিজেপি কর্মী সমর্থকরা। আর সেই সময় তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। গুরুতর আহত ওই দুই বিজেপি কর্মী হলেন বুনিয়াদপুর পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি মানিক হালদার ও বিজেপি সাধারণ সম্পাদক বুদ্ধেশ্বর পাল। দু’জনের মাথায় গুরুতর আঘাত লেগেছে।আবার গঙ্গারামপুর থানার ফুলবাড়িতেও তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়।