নিজস্ব সংবাদ দাতা: ফুটবল খেলার মাঠে চলছে নৌকা, দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের বিস্তীর্ণ এলাকা।এখনো পযন্ত প্রায় দুশো জনকে উদ্ধার করে রাখা হয়েছে আশ্রয় শিবিরে। এদিন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন ডি এম,এসপি, মন্ত্রী বেচারাম মান্না তারকেশ্বর বিধায়ক সহ জেলা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকরা।
গত কাল রাত সাড়ে আটটা থেকে দামোদর নদীর জল ঢুকতে শুরু করে নিম্ন দামোদর এলাকার চাষের জমি ও জন বসতি এলাকায়।তারকেশ্বর ব্লকের কয়েক হাজার কৃষি জমি এখন জলের তলায়।পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক শত মানুষ।
তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংরায় জানান," তারকেশ্বর বিধান সভার চাঁপাডাঙ্গা পঞ্চায়েত এলাকা থেকে গোপীনাথ পুর পঞ্চায়েত এলাকা পযন্ত বিশাল পরিমান চাষের জমি জলের তলায়।নদী বাঁধ সংলগ্ন বসবাসকারী দের উদ্ধার করে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। বিশেষ করে গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা"।
রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন," অপরিকল্পিত ভাবে জল ছাড়ার ফলেই হুগলি জেলায় এই অবস্থা।বন্যা মোকাবিলায় সমস্ত বিভাগ সতর্ক আছে।জেলার বন্যা পরিস্থিতির উপর নজর রাখছে জেলা ও রাজ্য প্রশাসন"।
তারকেশ্বরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে যাওয়ার পরেই কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না বলে ক্ষোভ উগরে দেন বন্য কবলিত পরিবার।এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত উপ প্রধান প্রভাত চ্যাটার্জি বলেন," ইতি মধ্যেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বাকিদেরও সহযোগিতা করা হবে।"