নিউজ ডেস্ক : গত কিছুদিন ধরে টানা বৃষ্টির ফলে জল জমেছে তারাপীঠের মহাশ্মশানে। এই বৃষ্টির ফলেই সেখানকার দ্বারকা নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ফলস্বরূপ, দ্বারকা নদীর জল তারাপীঠ মহা শ্মশানে ঢুকে পড়ল। যার জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে দাহ কাজ। জানা যাচ্ছে, শ্মশানের বিভিন্ন এলাকায় প্রায় এক কোমর করে জল জমে আছে।
জানা যাচ্ছে, শনিবার সকালে দ্বারকা নদীর দুই কূল ছাপিয়ে পড়েছে ও সেখান থেকে মহা শ্মশান জলমগ্ন হয়ে গেছে। তবে সব জায়গায় নয়, শুধু যে জায়গাগুলিতে জল ঢুকেছে, সেখানে আপাতত বন্ধ রাখা হয়েছে দাহ কাজ। শ্মশান কর্তৃপক্ষর জানিয়েছে, পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। একদিকে শনিবারে অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে সাধুদের ভিড়ও থাকে খুব। তবে এত বৃষ্টির জল ঢুকে পড়ায় যজ্ঞ বা পুজোর কাজ বন্ধ থাকবে বলেই আশঙ্কা।
Tags
WEST BENGAL