Tollywood: ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসতে চলেছে বছরের অন্যতম থ্রিলার সিরিজ ' কাঁটায় কাঁটায় ' , প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ১৫ই আগষ্ট

  ৬ই আগস্ট ২০২৪: ভারতের অন্যতম বিখ্যাত  ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে  তাদের নতুন ওটিটি সিরিজ 'কাঁটায় কাঁটায় ' এর ট্রেলার লঞ্চ করলো মঙ্গলবার। ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ১৫ই আগষ্ট । 


নারায়ণ সান্যালের আইকনিক উপন্যাস ‘সোনার কাঁটা’ অবলম্বনে নির্মিত এই সিরিজটি  উত্তেজনাপূর্ণ থ্রিলার এবং আবেগের মিশেল বলেই জানাচ্ছেন ছবি নির্মাতারা ‌। 

শ্যাম সুন্দর এবং জয়দীপ মুখার্জি হাত ধরেই বহু প্রতীক্ষিত বাংলা থ্রিলারের ট্রেলার উন্মোচন করা হয়। যেখানে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অনন্যা চ্যাটার্জী এবং ওটিটি ডেবিউতে সোহম চক্রবর্তী ।সিরিজটি পরিচালনা করেছেন প্রতিভাবান পরিচালক জয়দীপ মুখার্জি 


  কাঁটায় কাঁটায়-এর পরিচালক জয়দীপ মুখার্জি সিরিজের জন্য তার দৃষ্টি ভাগ করে বলেন, "নারায়ণ সান্যালের প্রিয় ‘সোনার কাঁটা’কে অভিযোজন করা একটি সমৃদ্ধ অভিজ্ঞতা হয়েছে। আমরা আধুনিক উপাদান যোগ করেছি মূলের আবেগপূর্ণ গভীরতা বজায় রেখে, এমন একটি থ্রিলার তৈরি করেছি যা মনোমুগ্ধকর এবং চিন্তাপ্রসূত উভয়ই। এই সিরিজে দুঃখ, বিচার এবং সহিষ্ণুতার থিমগুলো অনুসন্ধান করা হয়েছে, যা দার্জিলিং-এর ভীতিকর সুন্দর পটভূমিতে স্থাপিত।"

 

পি.কে. বসুর চরিত্রে শাশ্বত চ্যাটার্জী বলেন, "বসুর চরিত্রে অভিনয় করা একটি গভীর যাত্রা হয়েছে। তিনি একজন বুদ্ধিমান এবং আবেগপ্রবণ মানুষ, ব্যক্তিগত ক্ষতির সঙ্গে লড়াই করে বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করছেন। বসুর চরিত্রটি নিজের ভয়ের মুখোমুখি হয়ে ন্যায় বিচারের সন্ধানে যাওয়া, এবং আমি রোমাঞ্চিত যে দর্শকরা তার সাথে এই রহস্যময় যাত্রায় যোগ দেবেন।"



অনন্যা চ্যাটার্জী তার চরিত্র রানী বসুর সম্পর্কে বলেন, "রানীর চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং এবং পুরস্কৃত হয়েছে। তিনি শোকের মধ্যে একজন মা, কিন্তু তার স্বামীর জন্য দৃঢ়তার একটি স্তম্ভ রয়ে গেছেন। তাদের মৃত মেয়ের দর্শন তার চরিত্রে একটি ভয়াবহ স্তর যোগ করেছে, এবং আমি আশা করি দর্শকরা তাকে যেমন আকর্ষণীয় বলে মনে করবেন তেমনি আমি করেছি।"


ওটিটিতে প্রথমবারের মতো অভিনয় করতে আসা সোহম চক্রবর্তী বলেন, “কাঁটায় কাঁটায়-এর কাস্টে যোগ দেওয়া একটি অসাধারণ অভিজ্ঞতা। আমার চরিত্র, সুবীর রায়, কাহিনীতে সূক্ষ্মভাবে জড়িত, থ্রিলারের স্তরগুলি যোগ করে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি দর্শকদের এই উত্তেজনাপূর্ণ সিরিজের টানাপোড়েন এবং নাটক দেখার জন্য।”





Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন