নিউজ ডেস্ক - দক্ষিণবঙ্গে বেশ কিছুদিনের বৃষ্টির জেরে প্লাবিত হয়ে পড়েছে একাধিক এলাকা। তবে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, এখনও বেশ কিছুদিন ধরে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করাছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে সোমবারও দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এরসাথে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমাঞ্চলে।
তবে আগামী ২ দিনের মধ্যে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ। ডিভিসির ৩৬ হাজার কিউসেক হারে জল ছাড়ার জেরে দুর্ভোগ বাড়তে পারে হাওড়া, হুগলির কিছু অঞ্চলে।
Tags:
Weather Report