নিউজ ডেস্ক - আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকেই রাজ্যের দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও একই সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাগুলিতেও। এরপর বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে সতর্কবার্তা জারি হলেও এই সপ্তাহে উত্তরবঙ্গে বিশেষ দুর্যোগের পূর্বাভাস নেই।তবে ,পুরো রাজ্যে সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ১৪ অগস্ট অর্থাৎ বুধবার শুধু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।
অপরদিকে , দক্ষিণবঙ্গে সপ্তাহের প্রথম দিন থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস। এরসাথে বুধবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার অর্থাৎ ১৫ অগস্ট ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৫টি জেলায় যথা - হুগলি, দুই বর্ধমান, বীরভূম এবং নদিয়া।